স্বার্থের শহরে

মাথার উপর উড়ছে বিমান,

রাস্তায় চলে গাড়ি। 

একটু ধীরেই চলছে রিক্সা,

হাটছে পথচারী। 


নিজ স্বার্থে সাধ্যমতো, 

ছুটছে সবাই অবিরত। 

ক্ষুদার জ্বালায় কাতরাচ্ছে,

মানুষ কত শত।


নিজ কাজে ব্যাস্ত সবাই,

কেও মন্দ কেওবা ভালো।

কে কি পেলো তাতে কি এসে যায়,

আমি পেলেই তো হলো।


সুখের বেলা সবাই থাকে,

বিপদ আসা বাকি।

বিপদ এলেই দেখবে তুমি,

অনেকেই দেবে ফাঁকি।


ইট-পাথরে গড়া এ শহর, 

কেও নয়তো কারো।

সুযোগ পেলেই স্বার্থ হাসিল,

যে যতটুকু পারো, করো।


-সোহেল

Comments

Popular posts from this blog

সুখের খোঁজে

সিজিয়াস