সুখের খোঁজে

আবার কবে পাহাড় দেখবো,

পাখির মতো ঘুরবো ফিরবো।

কবে যাবে এই মহামারী, 

নদী-সমুদ্র দিতে হবে পাড়ি।

কবে যাবে এই করোনার ভয়,

অনেক পাহাড় করা বাকি জয়।

নিসর্গে কবে হারিয়ে যাবো,

যেথা হারালে সুখ খুঁজে পাবো।

-সোহেল

Comments

Post a Comment

Popular posts from this blog

সিজিয়াস

স্বার্থের শহরে