Posts

সিজিয়াস

পরীক্ষা খারাপ দিছি, অনেক আফশোস হচ্ছে, হোক আমি একদিন আগে পড়ে পরীক্ষা দেওয়া লোক। মার্কস কম পাইছি, সি.জি. অনেক খারাপ হচ্ছে, হোক আমি বরাবরই রেজাল্ট খারাপ করা লোক। মার্কস কম পাওয়ায়, বাসা থেকে গালি দিয়েছে, দোক আমি ছোট থেকেই গালি খাওয়া লোক। রেজাল্ট খারাপ দেখে, বন্ধুরা অনেক মজা নিয়েছে, নোক আমি আগে থেকেই মজা দেওয়ার লোক। আমার অবনতি দেখে, প্রেমিকা চলে গেছে, যাক নতুন কোনো টপারকে খোজে নিয়ে, সে সুখে থাক। প্রেমিকার শোঁকে, রাতে ঘুম হচ্ছেনা,না হোক আমি অনেক রাত জেগেই কাটানো লোক। এই সেমিস্টার টা এভাবেই পার হচ্ছে,হোক আমি পরের সেমিস্টারে কোপায় দেওয়া লোক। -মোঃ সোহেল রানা ১১-০৩-২০২২ মারজুক রাসেল ভাইয়ের একটি সায়েরিকে কপি করে, বাস্তবে ভার্সিটির কিছু পোলাপাইনের জীবনের প্রতিচ্ছবি তুলে ধরার চেষ্টা.
 অবস্থানভেদে একই মানুষের আচরণের ব্যাপক পরিবর্তন ঘটে...

স্বার্থের শহরে

মাথার উপর উড়ছে বিমান, রাস্তায় চলে গাড়ি।  একটু ধীরেই চলছে রিক্সা, হাটছে পথচারী।  নিজ স্বার্থে সাধ্যমতো,  ছুটছে সবাই অবিরত।  ক্ষুদার জ্বালায় কাতরাচ্ছে, মানুষ কত শত। নিজ কাজে ব্যাস্ত সবাই, কেও মন্দ কেওবা ভালো। কে কি পেলো তাতে কি এসে যায়, আমি পেলেই তো হলো। সুখের বেলা সবাই থাকে, বিপদ আসা বাকি। বিপদ এলেই দেখবে তুমি, অনেকেই দেবে ফাঁকি। ইট-পাথরে গড়া এ শহর,  কেও নয়তো কারো। সুযোগ পেলেই স্বার্থ হাসিল, যে যতটুকু পারো, করো। - সোহেল

সুখের খোঁজে

আবার কবে পাহাড় দেখবো, পাখির মতো ঘুরবো ফিরবো। কবে যাবে এই মহামারী,  নদী-সমুদ্র দিতে হবে পাড়ি। কবে যাবে এই করোনার ভয়, অনেক পাহাড় করা বাকি জয়। নিসর্গে কবে হারিয়ে যাবো, যেথা হারালে সুখ খুঁজে পাবো। -সোহেল